ব্রেকিং নিউজ
সপ্তাহের ব্যবধানে ডিমের দাম, অস্বস্তি মাছ মাংসের বাজার বিমান বিধ্বস্তে নিহত পাইলট আসিমের মরদেহ মানিকগঞ্জে পৌঁছেছে, স্বজনদের আহাজারি রাসুল (সা.) দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য যে দোয়া পড়তেন বিদায়ী শ্রেষ্ট শিক্ষিকা লিপিকা দস্তিদারের অবসরে যাওয়ায় বিদায় সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান ছেলে পর এবার কন্যা সন্তানের মা হলেন পরীমনি পাইকগাছা শাখার বাস মালিক সমিতি'র আহবায়ক কমিটি গঠন
×

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৮/১/২০২৪, ১২:০১:০৬ AM

পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ,ইরান থেকে রাষ্ট্রদূত প্র‌ত্যাহার করেছে পাকিস্তান

ইরাক-সিরিয়ার পর পাকিস্তানেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার পর ইরানে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকে প্র‌ত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এছাড়াও পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আর ফেরত নাও আসতে পারেন বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জহরা বেলুচ।

ইরাক-সিরিয়ার পর পাকিস্তানেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার পর ইরানে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকে প্র‌ত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এছাড়াও পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আর ফেরত নাও আসতে পারেন বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জহরা বেলুচ।

বুধবার ১৭ জানুয়ারি পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের ওই রাষ্ট্রদূত বর্তমানে তেহরান সফরে রয়েছেন। তিনি আর পাকিস্তানের ফিরবেন না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তেহরান আকাশসীমা লঙ্ঘন করায় দু’দেশের মধ্যে চলমান এবং পরিকল্পিত সব ধরনের উচ্চ-পর্যায়ের সফরও স্থগিত করা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার দুই দেশের সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে পাকিস্তানের দুই শিশু নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

ইরানের সামরিক বাহিনী সংশ্লিষ্ট একটি বার্তা সংস্থা জানিয়েছে, জঙ্গিগোষ্ঠী জইশ আল আদলের দুটি ঘাঁটি নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। এর আগে পাকিস্তানে ইরানের এ ধরনের ক্ষেপণাস্ত্র হামলা দেখা যায়নি।

তবে ইরানের এমন দাবি প্রত্যাখ্যান করে পাকিস্তান বলেছে, এটা অবৈধ। এ ধরনের হামলার জন্য ইরানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হতে পারে।